Channel: Sayem's World
Category: Travel & Events
Tags: ঠিকানা গিনেস রেকর্ডঠিকানাঠিকানা ডে আউটার্সsayem's worldসায়েমবাংলাদেশি ট্রাভেল ভ্লগbest restaurant in dhakabangladeshi travel vlogsayemberaidkhan's kitchenগিনেস ওয়ার্ল্ড রেকর্ডসbest event place in naturethikana day outersbest day long tour in dhaka100 feet
Description: #ThikanaDayOuters #SayemsWorld . আসসালামু আলাইকুম... আমরা অনেকেই জানিনা, আমাদের ঢাকাতেই আছে গ্রাম্য পরিবেশে চমৎকার একটা ডে লঙ ট্যুর দেবার মতোন সুন্দর প্লেস। গতবছর অর্থাৎ ২০২১ সালে এটা ঢাকার মানুষের কাছে একটা বিশেষ প্লেস হিসাবেই পরিচিতি পায়। এবার ২০২২ সালে আরেক রকম সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে সেই ঠিকানা। আর সেই ঠিকানাকে নিয়েই আমার আজকের এপিসোড। আশা রাখি অনেক ভালো লাগবে আপনাদের। . ঠিকানা ডে আউটার্সের এড্রেসঃ ১০০ ফিট, মাদানি এভিনিউ, বড় বেরাইদ, বাড্ডা, ঢাকা। . গুগল ম্যাপঃ goo.gl/maps/uY8miN2n1VV3okGd6 . কিভাবে যাবেনঃ যারা CNG তে যেতে চানঃ জাস্ট বললেই হবে যে, ঠিকানাতে যাবেন। বেরাইদ থানার ঠিকানা। ফুলের রেস্টুরেন্ট। এইটুকুতেই CNG Driver চিনে যাবে।আরেকটু ভালো করে যদি বলতে হয় তাহলে বলবেন, আমেরিকান এমবাসির অপোজিটের ১০০ ফিট রাস্তা দিয়ে ৪/৫ কিমি গেলেই ঠিকানা। যারা উবারে যেতে চানঃ যেহেতু এটা ঢাকা সিটির বাইরে পড়েছে তাই উবারে Inter City হিসাবে কাউন্ট করবে, তাই রেন্টটা একটু বেশীই পড়বে। যারা কম খরচে যেতে চানঃ আমেরিকান এম্বাসীর অপোজিটেই হল বেরাইদ থানা। থানার সামনেই দেখবেন লেগুনা স্ট্যান্ড। লেগুনা গুলোকে বললেই হবে যে, ঠিকানাতে যাবেন। জন প্রতি ভাড়া নিবে ২০ টাকা। লেগুনা থেকে নামার পর বাম দিকের রাস্তা দিয়ে মাত্র ২/৩ মিনিট হাটলেই ঠিকানা। . খাবার মেনুর লিংকঃ facebook.com/ThikanaDayOuters/menu/?ref=page_internal . Today's topic is: Thikana Day Outers. Here I'm trying to describe all things about the Thikana Day Outers. If you have any query please comment. . Sayem's World is my YouTube Channel name. I'm working on YouTube since 2017. Basically I make Travel Guide. . Please like, comment and share this video with your friends. Please don't forget to subscribe to my channel :) My Facebook Page: facebook.com/SayemsWorld